বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র, ১৪৩০

তাঁর ‘কিচ্ছু হবে না’ বলে আশ্বাসেই শেষ নয়, শ্রীজাতের প্রতি সংহতি জানিয়ে কলমও ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার সন্ধ্যায় তিনি লিখেছেন, ‘এটা আমাদের ভালবাসার শহর, এখানে কলম থামে না।…লিখে যাও বন্ধু, একবার নয় বহু বার। কলমেই ওদের ভয়ের ঠিকানা!’

এ ভাবে পাশে দাঁড়ানোয় ফেসবুকে মুখ্যমন্ত্রীকে পাল্টা ধন্যবাদ জানান শ্রীজাত।

এ দিনই ফেসবুকও ফিরিয়ে এনেছে ‘অভিশাপ’ কবিতাটি। সেটি ভুলবশত সরানো হয় বলে ফেসবুকের তরফে কবির কাছে ক্ষমা চাওয়া হয়েছে।

উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী ও তাঁর সঙ্গীদের কিছু সাম্প্রদায়িক মন্তব্যকে কটাক্ষ করে কবিতাটি ধর্মীয় ভাবাবেগে ঘা দিয়েছিল বলে শ্রীজাতর নামে এফআইআর হয়েছিল। তাঁকে লক্ষ্য করে হুমকি-গালিগালাজও ধেয়ে আসে। শ্রীজাতর নামে এফআইআর হয়েছে শিলিগুড়ি, চন্দননগরে।

এ সবের প্রতিবাদেই এ দিন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, সৌমিত্র চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবেশ রায়, অপর্ণা সেন, বিভাস চক্রবর্তী, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, স্বাতীলেখা সেনগুপ্ত, জয় গোস্বামী, সুবোধ সরকার প্রমুখ বিশিষ্টজনেরা একটি বিবৃতি দেন। স্বাধীন ভাবনা প্রকাশের গণতান্ত্রিক অধিকার রক্ষার আর্জি জানান তাঁরা।

বিভাগ
আন্তর্জাতিক
প্রকাশিত হয়েছে
নিউজটি পড়া হয়েছে
৩২২২৬ বার
faysal


Our facebook page