Latest News
করোনাভাইরাস দুই ডোজ টিকার আগে পুরোপুরি নিরাপদ নয়
মার্চ ৬, ২০২১
বিএনপি চক্রান্তের পথ বেছে নিয়েছে: সেতুমন্ত্রী
মার্চ ৬, ২০২১
শনিবার, ৬ মার্চ, ২০২১, ২১ ফাল্গুন, ১৪২৭
কুমিল্লার মেঘনায় রিফানুল ইসলাম রিফাত নিখোঁজের ১০ দিন পর তার অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওমরাকান্দা ব্রিজের নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। রিফাত (৬) মেঘনা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার চাচাতো ভাই শাকিলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ১০ দিন আগে বৈদ্যনাথপুর গ্রামে পাশের বাড়িতে খেলা করছিল রিফাত। এ সময় তার খেলার বল চাচাতো ভাই শাকিল এর গায়ে গিয়ে পড়ে। এর জেরে শাকিল রিফাতের মাথায় ইট দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লাশ বস্তাবন্দি করে ওমরাকান্দি ব্রিজের নিচে ফেলে দেয় শাকিল।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, শিশুটির বাবার অভিযোগের প্রেক্ষিতে দীর্ঘ অভিযানে শাকিলকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার রসুলপুর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দেওয়া হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Our facebook page