Latest News
আইন নয়, জনগণের উদ্যোগেই ‘হর্নমুক্ত’ শহর আইজল
মে ২৭, ২০২২
শুক্রবার, ২৭ মে, ২০২২, ১৩ জ্যৈষ্ঠ, ১৪২৯
করোনা সংক্রমণরোধে সরকারি নির্দেশনা অমান্য করে হোটেলে খাবার পরিবেশন করায় জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রামের ৯টি রেস্টুরেন্টকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ শনিবার (২২ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এই অভিযান চালান।
মারুফা বেগম নেলী বলেন, ‘করোনা সংক্রণরোধে সরকার টিকা সনদ ছাড়া হোটেল-রেস্টেুরেন্টে খাবার পরিবেশন নিষিদ্ধ করেছে সরকার।
জরিমানার শিকার হওয়া রেস্টুরেন্টগুলো হলো- সের্ন্টমাটিন হোটেল, সিলভার স্পুন, দি কপার চিমনী, কাচ্চি ডাইন, ওরিয়েন্ট রেস্টুরেন্ট, কুটুমবাড়ি, গ্রান্ড মোগল ও হ্যান্ডি রেন্টুরেন্ট প্রত্যেকটিকে পাঁচ হাজার টাকা করে এবং দাবা রেস্টুরেন্টকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
Our facebook page